টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতলো চীন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৬৭২ বার পড়া হয়েছে
টোকিও অলিম্পিকের চলতি আসরে প্রথম স্বর্ণ জিতলো চীন। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছেন ইয়াং কিয়ান।
আসাকা শুটিং রেঞ্জে ২৫১.৮ স্কোর গড়ে রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনাকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন ইয়াং। যা কি না অলিম্পিক ইতিহাসে নারীদের দশ মিটার এয়ার রাইফেলে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। ২৩০.৬ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন পেয়েছেন ব্রোঞ্জ। ২০১৬ সালের রিও দে জেনেইরো অলিম্পিকে কোনো পদকের স্বাদ পাননি ইয়াং। টোকিওতে এসে ২১ বছর বয়সী এই শুটার শুরুটা করলেন সোনার হাসি দিয়ে।




















