টেস্ট সিরিজকে সামনে রেখে বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে
- আপডেট সময় : ০৭:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে। করোনায় আক্রান্ত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ। ইউরোর ফাইনাল খেলা দেখতে গিয়ে করোনা পজিটিভ হয়েছেন পান্থ এমন দাবি ভারতীয় গণমাধ্যমের।
গেল মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডে ছুটিতে আছেন কোহলিরা। সেই ছুটিতে ঋষভ পান্ত ছুটে গিয়েছিলেন ওয়েম্বলিতে। উদ্দেশ্য ছিল ইউরো ২০২০’র ফাইনাল খেলা দেখা। সেই ম্যাচের পর তিনজন দর্শকের গায়ে পাওয়া গিয়েছিল করোনাভাইরাসের ডেল্টা ধরনের উপস্থিতি। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন পান্থ। এখন সেলফ আইসোলেশনে আছেন তিনি। ৪ আগস্ট থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। করোনা আক্রান্ত ক্রিকেটারকে বাদ দিয়ে বৃহস্পতিবার ডারহামের উদ্দেশ্যে রওনা দিবেন কোহলিরা।



















