টেলিভিশনের প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে রংপুর সিটি মেয়র
- আপডেট সময় : ০৫:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও পোষ্ট ও বক্তব্য দেয়ার অভিযোগে একটি বেসরকারী টেলিভিশনের প্রতিবেদকের বিরুদ্ধে রংপুর মহানগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার রাতে মেয়র বাদী হয়ে সিটি কাউন্সিলর, প্রশাসনিক কর্মকর্তা ও তার আইনজীবীকে সাথে নিয়ে এই মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, রতন সরকার মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভিন্ন সময়ে সিটি করপোরেশনকে নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করেছেন। মেয়র মোস্তাফিজার রহমানকে অভিযুক্ত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে তার সম্মান ক্ষুন্ন করেছেন। গত বৃহস্পতিবার তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে অভিযুক্ত করে একটি টেলিভিশনসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচারসহ আপত্তিকর বক্তব্য দেন রতন সরকার। পরে নিজের আত্মসম্মান রক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আশ্রয় নেন মেয়র।
























