টেকনাফে বিজিবি’র সাথে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত
- আপডেট সময় : ০১:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৭০০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে বিজিবি’র সাথে কথিত বন্দুকযুদ্ধে সৈয়দ আলম নামে এক যুবক নিহত হয়েছে।
ভোর রাতে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফের বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল হাসান খান জানান, দমদমিয়া ১৪নং ব্রীজ সংলগ্ন নাফ নদীর সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান প্রবেশ করবে– এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় নাফ নদী সাঁতরিয়ে এক যুবক বাংলাদেশ উপকুলের দিকে প্রবেশের পর বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে কিছুক্ষণ পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় সৈয়দ আলমের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত যুবক টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার সৈয়দ আহাম্মদের পুত্র।
ঘটনাস্থল তল্লাশী করে ৪০ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরী অস্ত্র, ১টি তাজা গুলি উদ্ধারের কথা জানায় বিজিবি।
















