টেকনাফে বিজিবি’র সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে বিজিবি’র সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, সীমান্ত দিয়ে মাদকের চালান আসার সংবাদ পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এসময় কয়েকজনকে নাফ নদী সাঁতরে তীরে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়। এসময় বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারী চক্রের সদস্যরা কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহতদের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।




















