টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক মাদক কারবারী নিহত এবং তিন পুলিশ আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক মাদক কারবারী নিহত এবং তিন পুলিশ আহত হয়েছে।
পুলিশ জানায়, ভোরে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন মহেশখালীয়া পাড়া ফিশিংঘাট এলাকায় অভিযানে গেলে মাদক পাচাররা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষন শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক কারবারী কাশেমের মৃতদেহ উদ্ধার করে। এদিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থল তল্লাশী করে ১০ হাজার ইয়াবা,দেশীয় তৈরী ১টি এলজি,৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
















