টেকনাফে পারিবারিক কলহে তিন সন্তানকে নিয়ে এক বাবার বিষপান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিন সন্তানকে নিয়ে বিষপান করেছেন এক বাবা। এ ঘটনায় বাবা ও এক মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শনিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা গেছেন আনোয়ার ও তার মেয়ে রাহেনী। অসুস্থ্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আনোয়ার তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বিষপান করেন। পুলিশ জানায়, বিষপানে মৃত্যুর বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।