টেকনাফে অপহৃত দুই কাঠুরিয়াকে উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ১৭৯৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফের গহীন অরন্যে জ্বালানী কাঠ সংগ্রহের সময় অপহৃত রহমত উল্লাহ ও আব্দুল হাফিজ নামের দু’জনকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী গহীন অরণ্যে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অপহরণের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয় ইউপি মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়। এক পর্যায়ে অস্ত্রধারী অপহরনকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়। অপহৃত দু’জনকে হাত বাঁধা অবস্থায় উদ্ধারের পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।