টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:২২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৮১৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পুলিশ নারী কল্যাণ সমিতির নতুন সভানেত্রী তৈয়বা মুসাররাত চৌধুরী। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ মহাপরিদর্শক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম ও আতিকুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















