টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের পক্ষে মত দিয়েছেন সাঙ্গাকারা

- আপডেট সময় : ০৭:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের পক্ষে মত দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতেই এমন পরামর্শ এই কিংবদন্তীর।
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কেননা আইসিসি’র বোর্ড সভা থেকেও আসেনি চূড়ান্ত সিদ্ধান্তে। যদিও আয়োজক দেশ অস্ট্রেলিয়া চায় নির্ধারিত সময় অক্টোবর-নভেম্বরেই হোক বিশ্বকাপ। কিন্তু করোনা পরিস্থিতি কাটিয়ে তা সম্ভব হয়ে উঠবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এমন পরিস্থিতিতে আসর এক বছর পিছিয়ে দেয়ার পক্ষে মত দিয়েছেন সাঙ্গাকারা। স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সাবেক এই লঙ্কান ব্যাটসম্যান। তিনি বলেন, করোনা সংক্রমনের ঝুঁকি না নিয়ে, আসন্ন বিশ্বকাপের বিষয়ে ভিন্ন পথ অবলম্বন করা উচিত। সে ক্ষেত্রে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করাই উত্তম বলে মনে করেন তিনি।