টি-টুয়েন্টি সিরিজ জেতা হলো না বাংলাদেশের
- আপডেট সময় : ০৯:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি সিরিজ জেতা হলো না বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহ’র দল। এতে ১-১ সমতায় শেষ হয় সিরিজ। মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১১৫ রানে তোলে বাংলাদেশ। জবাবে ১৪ বল হাতে রেখে জয় পায় আফগানিস্তান।
এক ম্যাচ পর… আবার পুরোনো চেহারায় বাংলাদেশ। আট ম্যাচ পর জয়ের স্বাদ পাওয়া সাকিব-মাহমুদউল্লাহ’রা যেন মুখ ধুবড়ে পড়লো পরের ম্যাচে। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৮ উইকেটে হেরে সিরিজ জয়ের স্বপ্ন ধুলিস্মাৎ বাংলাদেশ। ১-১ সমতায় শেষ দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
টস জিতে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ’র দলটা এদিন শুরু থেকেই ছন্নছাড়া। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ নবাগত মুনিম শাহরিয়ার। লিটন, নাঈম, সাকিব আল হাসানও একই পথের পথিক।
মুশফিক-মাহমুদউল্লাহর ৪৩ রানের জুটিতে বিপর্যয় কেটেছে ঠিকই তবে, বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। মাহমুদউল্লাহ ২১ আর মুশফিক ৩০ করে ফিরলে ভেঙ্গে পরে প্রতিরোধের দেয়াল
আফিফ-মাহেদিরাও ধারাবাহিকের বাইরে। শেষ পর্যন্ত চমক হতে পারেনি কেউই। ৯ উইকেটে ১১৫ রানে থেমেছে বাংলাদেশ ইনিংস।
জবাবে রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন শেখ মাহেদি। যদিও আফগানদের সেই ক্ষতে প্রলেপ দিয়েছেন হযরতউল্লাহ জাজাই ও ওসমান গনি, ৯৯ রানের জুটিতে।
৪৭ রানে ওসমান গনিকে আটকানো গেছে ঠিকই তবে, বড় হার এড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮ উইকেট আর ১৪ বল হাতে রেখে জয় পায় আফগানিস্তান। ৫৯ রানে অপরাজিত ছিলেন হযরতউল্লাহ জাজাই।










