টিসিবি’র ডিলারের বাড়ি থেকে বিপুল পরিমাণ পণ্য জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে টিসিবি’র ডিলারের বাড়ি থেকে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর রেশমপট্টি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডিলার মোস্তাক আহমেদ কাজল এসব পণ্য এক দালালের মাধ্যমে কম দামে কিনে নিজের দোকানেই বেশি দামে বিক্রি করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মারুফ আল হাসান, ডিলার মোস্তাক আহমেদের বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ৫২০ লিটার সয়াবিন তেল, ৩৫০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল এবং ২০০ কেজি ছোলা জব্দ করেন।
















