টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবেঃ প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের টিকা নিলেও সবাইকে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। এ সময় প্রথমে সম্মুখ যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্রমান্বয়ে ইয়াংদের জন্যও ভ্যাকসিন নিবন্ধন ওপেন করে দেয়া হবে। টিকা নেয়ার বিষয়টি আগের তুলনায় সহজীকরণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।বৈঠকের শুরুতেই তিনি বলেন, ভ্যাকসিন নেয়া হলেও করোনা ভাইরাসের বিস্তার রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেন চলতে হবে।
টিকা প্রদানকে আরো সহজিকরণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্মুখ যোদ্ধাদের পাশাপাশি সারাদেশের পরিচ্ছন্নতাকর্মীদেরও গুরুত্ব দিতে হবে।এ সময় টিকা গ্রহণকারীদের পরিচয়পত্র প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন সরকার প্রধান।এছাড়া দ্বিতীয় ডোজ নেয়ার ব্যপারেও বিভিন্ন পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।