টানা লকডাউনে বগুড়ায় কমে গেছে শ্রমিকের চাহিদা ও মজুরি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গত কয়েকদিনের টানা লকডাউনে বগুড়ায় কমে গেছে শ্রমিকের চাহিদা ও মজুরি। কাজ না থাকায় পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তায় কাটছে তাদের দিন। এবারের করোনা দুর্যোগে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কিংবা সরকারিভাবেও তেমন কোনো ত্রাণ তৎপরতা নেই।
ভোর থেকেই জমে উঠে বগুড়ার কলোনি, নামাজগড় মাটিডালি শ্রমিকের হাট। এখন শ্রমিক আছে, কিন্তু কাজ নেই। কমে গেছে সব ধরনের শ্রমিকের মজুরি। করোনাকালে চরম ক্ষতির মুখে পড়েছে এই শ্রমজীবীরা।
গত বছর করোনার প্রথম আঘাতে রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো অসহায় মানুষের পাশে থাকলেও এবার কেউ নেই।
শ্রমিকদের সহযোগিতার উদ্যোগ নেয়া হচ্ছে, বলে জানায়, শ্রম দপ্তর।
শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা বাঁচাতে আর্থিক সহায়তার দাবি জানায় তারা।
























