টানা বৈরী আবহাওয়ায় বিপাকে জেলে: ইলিশের আকাল, বাড়ছে দাম

- আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ১৫২৪ বার পড়া হয়েছে
টানা বৈরী আবহাওয়ায় বিপাকে পটুয়াখালীর সাগরপাড়ের জেলেরা। মৌসুম শুরু হলেও সমুদ্রে আশানুরূপ মাছ না মেলায় দিশেহারা তারা। একদিকে ট্রলার মালিক ও জেলেরা পড়েছেন ঋণের জালে, অন্যদিকে প্রভাব পড়েছে বাজারে- বাড়ছে ইলিশের দাম। উপকূলজুড়ে নীরব সংকটে দিন কাটাচ্ছেন জেলে পরিবারের হাজারো মানুষ। জেলেরা কোটি কোটি টাকার লোকসান গুনছেন, জানালেন জেলা মৎস্য কর্মকর্তা।
সাগরের ওপর ভরসা করেই চলে পটুয়াখালী উপকূলের হাজারো জেলের জীবন। কিন্তু এবারের মৌসুমে টানা বৈরী আবহাওয়ায় জেলেরা সাগরে যেতে পারছেন না, আবার যারা যাচ্ছেন, ফিরছেন হতাশ হয়ে।
লাভ তো দূরের কথা, সাগরে গেলে তেল বরফের খরচ উঠছে না। প্রতিটি ট্রলার যাচ্ছে প্রায় পৌনে দুই লাখ টাকার খরচ নিয়ে। জ্বালানি তেল, বরফ, খাবার, জাল মেরামত- সবই মিলিয়ে লোকসান গুণতে হচ্ছে মালিকদের। আর ঋণের ফাঁদে পড়ে অনেকে পড়েছেন চরম সংকটে।
মহিপুর ও আলীপুর উপকূলের আড়তগুলোতেও পড়েছে এর প্রভাব। বেচাকেনা কমে গেছে, মাছ না থাকায় শ্রমিকদের মজুরি দিতেও হিমশিম খাচ্ছেন আড়তদাররা। আগের মত মাছ আসছে না। শ্রমিকদের মজুরি দিয়ে নিজের খরচই তুলতে পারছেন না তারা।
জেলা মৎস্য অফিসার জানান, উপকূলজুড়ে কোটি কোটি টাকার লোকসান গুনছেন জেলেরা।
শত প্রতিকূলতার মধ্যেও থেমে নেই জেলে জীবন। বুকভরা আশা নিয়ে রওনা হচ্ছেন গভীর সমুদ্রে। আবহাওয়া ঠিক হলে জাল ভরে মাছ নিয়ে ঘুরে দাড়াবে- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।