টাঙ্গাইল ও কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইল ও কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার বিকেলে পাবনা থেকে তারা ঢাকার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। নিহতদের নাম স্বাধীন ও মুস্তাক।
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত হন। কুমিল্লা থেকে ব্রাহ্মনপাড়াগামী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।