টাঙ্গাইলে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণীর তিন ছাত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণীর তিন ছাত্রী। এ ঘটনায় এক ছাত্রীর বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। খুব দ্রুত জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
চার বান্ধবী তাদের দুই বন্ধুর সঙ্গে উপজেলার সাতকুয়া পাহাড়ি এলাকায় অটোরিকশা যোগে বেড়াতে যায়। এসময় তাদেরকে দুর্বৃত্তরা ঘিরে ফেলে। বেদম মারধর করে বন্ধু হৃদয়, শাহীন ও অটোরিকশা চালককে। মারধরের পর ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় অটোরিকশা চালকে। পরে অন্যদের আটকে রেখে ওই তিনজনকে বনের মধ্যে আলাদা স্থানে ধর্ষণ করে দুর্বৃত্তরা। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে তাদের ওপর পৈচাশিক নির্যাতন। পরে অবস্থার অবনতি হলে তাদের ফেলে চলে যায় ধর্ষণকারীরা। সেখান থেকে এক ছাত্রীর আত্মীয়র বাড়ীতে আশ্রয় নেয় তারা। পরে পুলিশকে অবহিত করলে গভীর রাতে তাদের উদ্ধার করা হয়।