টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ২০৮৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শত্রুতার জেরে উপজেলা ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতরাতে সলিমাবাদ মধ্যপাড়া মসজিদের সামনে তাকে হত্যা করা হয়। নিহত ছাত্রলীগের নেতার নাম জাহিদুর রহমান ঝলক। তিনি নাগরপুরে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। নাগরপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, ঝলক তারাবির নামাজ শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মাঠের কাছে ফাঁকা এক জায়গায় আসলে, ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।