টাঙ্গাইলের ভূঞাপুরের মাটিকাটা চিতুলিয়া পাড়াসহ ২০টি গ্রামে চলছে যমুনার তীব্র ভাঙন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ভূঞাপুরের মাটিকাটা চিতুলিয়া পাড়াসহ ২০টি গ্রামে চলছে যমুনার তীব্র ভাঙন। ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনসহ সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
সকালে দু’ঘণ্টাব্যাপী ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলিয়া পাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় অবরোধের কারণে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হসেন। তিনি তাৎক্ষণিকভাবে ভাঙন-কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ঘোষণা দেন। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।