টাঙ্গাইলের বাসাইলে সেতুর এপ্রোজ অংশে মাটি ভরাট না করায় চরম দুর্ভোগ

- আপডেট সময় : ০৮:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ১৬৪১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের বাসাইলে সেতুর এপ্রোজ অংশে মাটি ভরাট না করায় চরম দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের মানুষ। জনগরুত্বপূর্ণ ৭টি জায়গায় সেতু নির্মিত হলেও তার কোনো সুফল পাচ্ছে না তারা। জনসাধারণের যাতায়াত সহজ করতে সেতুগুলো নির্মিত হলেও- তা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৭টি সেতুর এপ্রোজ অংশে মাটি ভরাট না থাকায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আবার কোন কোন এলাকায় সেতু নির্মাণ করা হলেও, সেখানে নেই কোন সংযোগ সড়ক। উপজেলার হান্দুলী বাইশাখালী, কাঞ্চনপুর তারাবাড়ী রাখের পাড়, কাউলজানী মধ্যপাড়া সেতুগুলি অবস্থা সবচেয়ে বেশি খরাপ।
এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত বন্যায় এপ্রোজ অংশের মাটি ধসে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানালেন উপজেলা চেয়ারম্যান।
বাসাইলের এই সাতটি সেতুর এপ্রোজ অংশে মাটি ভরাট ও সংযোগ সড়ক নির্মানে দাবী এলাকাবাসীর।