টঙ্গীতে এলাকায় তৈরি হয়েছে যানজট
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা বিভিন্ন স্থানে যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে। এতে টঙ্গীতে এলাকায় তৈরি হয়েছে যানজট।
গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে চলছে বাস রেপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প কাজ। কিন্তু প্রকল্পের কাজের ধীরগতি, মহাসড়কে খোড়াখুড়ি, ছোট বড় গর্ত, অনেক স্থানে কার্পেটিং না থাকায় মহাসড়কের বেহাল দশায় সড়কটিতে বাড়ছে যানজট। এর ওপর গেল রাতভর বৃষ্টি হওয়ায় সড়কে পানি জমে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বেড়েছে দুর্ভোগ। টঙ্গীতে ঢাকা মুখি যানবাহনের চাপ রয়েছে একটু বেশি। যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা।






















