ঝড়ে নেত্রকোনার হাওর এলাকায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ঝড়ে নেত্রকোনার হাওর এলাকায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একমাত্র বোরো ফসল হারিয়ে দিশেহারা কৃষক। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষি গবেষণা ইনস্টিটিউটে তথ্য পাঠানো হবে বলে জানায়, জেলা কৃষি কর্মকর্তা।
নেত্রকোনায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে ভবিষ্যতের আশায় খুশি ছিল কৃষক। কিন্তু, রবিবার সন্ধ্যায় প্রচন্ড ঝড় কেড়ে নিয়েছে কৃষকের স্বপ্ন। জেলায় প্রায় ২০ হাজার হেক্টরের বেশি জমির ধান গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপাকে পড়েছে কৃষক।
বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকায় ফসলের এরকম ক্ষতি হয়েছে। সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান। তথ্য সংগ্রহ করে কৃষি গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে বলে জানায়, সংশ্লিষ্টরা। জেলায় এবছর এক লাখ ৮৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় রয়েছে ৪০ হাজার ৯৬০ হেক্টর।

























