ঝিনাইদহ, পটুয়াখালী, কুষ্টিয়া ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ঝিনাইদহ, পটুয়াখালী, কুষ্টিয়া ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের সভাপতির আব্দুর রহমানের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
পটুয়াখালী দুমকি উপজেলার আঙ্গাড়িয়ার বাহের চরে এলাকায় পায়রা নদীর অব্যাহত ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। এসময় বক্তারা বলেন দীর্ঘ দিনের অব্যহত নদীভাঙ্গনে বিলিন হয়ে গেছে গ্রামের পর গ্রাম। নদীতে চিরতরে হারিয়ে গেছে এসব এলাকার বসতঘর, ফসলি জমিসহ কোটি কোটি টাকার সম্পদ।
আসন্ন শীতে করোনা মহামারি, ডেঙ্গু প্রতিরোধ লক্ষ্যে মাঠ পর্যায়ে মহিলাদের সচেতনাবৃদ্ধির লক্ষ্যে সকালে কুষ্টিয়া পৌর ২০ নং ওয়ার্ডে এক সচেতনতামুলক মহিলা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
“নবীজির মহব্বত, ঈমানের মূল” এই শ্লোগানকে সামনে রেখে ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)কে অবমাননা করে ব্যঙ্গাচিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।