ঝিনাইদহ ও জয়পুরহাট থেকে দু’জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ ও জয়পুরহাট থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ৪ দিন পর ঝিনাইদহে কলেজ ছাত্র সুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলো রাতে শৈলকুপার আউশিয়া গ্রামের ধান ক্ষেতের সেচ পাম্প ঘরে মাটিচাপা থাকা তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গত রোববার আউশিয়া গ্রামের সুজন বাড়ি থেকে সার কেনার জন্য শৈলকুপা বাজারে যায়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল।
নিখোঁজের ২ দিন পর জয়পুরহাটের ক্ষেতলালে হোপের হাটের কাছের নদী থেকে গলায় গামছা পেঁচানো ভাসমান অবস্থায় ভ্যান চালক আবুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।