ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি রেলী বের করা হয়। রেলিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, অপমৃত্যু রোধ করতে স্বেচ্ছায় রক্তদান ও দৃষ্টিহীনদের চোঁখের আলো ফেরাতে মরণোত্তর চক্ষুদান করতে সকলের প্রতি আহ্বান জানান।