ঝিনাইদহে সংস্কারের অভাবে বেহাল অবস্থা গ্রামীণ সড়কগুলো
- আপডেট সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৮১৩ বার পড়া হয়েছে
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝিনাইদহের গ্রামীণ সড়কগুলোর অবস্থা বেহাল। প্রতিনিয়তই ভোগান্তি পোহাচ্ছেন চলাচলকারীরা। ছোট-বড় গর্ত তৈরি হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দীর্ঘদিন সড়ক সংষ্কার আর মেরামত না করায় উঠে গেছে পিচ, তৈরি হয়েছে ছোট-বড় খানাখন্দ। ঝিনাইদহ- নারিকেলবাড়িয়া গ্রামীন সড়কের দৃশ্য এটি। প্রতিদিন সদরের ৮টি ইউনিয়ন ও পাশের মাগুরা জেলার কয়েক হাজার মানুষের চলাচল এই সড়কে। জেলা শহরে যাওয়ার একমাত্র সড়কটি বেহাল দশায় চরম ভোগান্তিতে চলাচলকারীরা ।
একই অবস্থা শৈলকুপার গাড়াগঞ্জ-পান্টি গ্রামীন সড়কের। গেল এক দশকেরও বেশি সময় সংস্কার করা হয়নি সড়কটি। দ্রুত সড়ক সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের দাবি যাত্রী সাধারনের।বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগে সংস্কার করা হলেও আবারো তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
টেন্ডার হলে দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু হবে বলে আশ্বাস দিলেন এই কর্মকর্তা। ঝিনাইদহ এলজিইডি’র হিসেবে ৬ উপজেলায় গ্রামীণ সড়ক রয়েছে প্রায় ৩ হাজার কিলোমিটার। যার মধ্যে প্রায় ১ হাজার কিলোমিটারের বেহাল দশা।

















