ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান নির্বাচিত
- আপডেট সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
জীবনের বেশিরভাগ সময় কেটেছে পরিবার ছেড়ে নিজ গোত্রের মানুষের সাথে। কিন্তু তার ছিল মানুষের উপকার করার অধম্য ইচ্ছা।সেই ইচ্ছ থেকেই অংশ নেওয়া ইউপি নির্বাচনে। যেখানে মানুষ দেখিয়েছে ভালোবাসার প্রতিদান। চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতুকে। এতে খুশি ভোটার ও স্থানীয়রা। আর ঋতু বলছেন, দ্বায়িত্ব পেলে মানুষের সেবায় করবেন তিনি।
কয়েকদিনের নির্বাচনী প্রচার প্রচারণা আর উৎসব শেষে স্বাভাবিক হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের মানুষের জীবনযাত্রা। কিন্তু থেমে নেই নব-নির্বাচিত চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু। সকাল থেকেই মানুষের সাথে কুশল আর শুভেচ্ছা বিনিময়ে বেড়িয়ে পড়ছেন তিনি।
২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিকে নির্বাচন করে জয়লাভ করেছেন তিনি। নির্বাচনে তিনি পেয়েছে ৯ হাজার ৫শ’ ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ হাজার ৫’শ ২৯ ভোট। মানুষের উপকার করতেন ঋতু এই কৃতজ্ঞতা বোধ থেকেই ভোট দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। নির্বাচনে ঋতু জয় পাওয়ায় খুশি এলাকার মানুষ ও তৃতীয় লিঙ্গের মানুষগুলো। আশায় আছেন নির্বাচনের আগে তার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের। সেই সাথে সুষ্ঠু ভোট হওয়ায় পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা।
জনগনের প্রত্যাশা পুরণ করার আশ্বাস দিলেন নব-নির্বাচিত ওই চেয়ারম্যান। নির্বাচন সুষ্ঠু হওয়ায় ভোটারা তাদের পছন্দ মতো প্রার্থী বাছাই করার সুযোগ পেয়েছে বলে জানালেন নির্বাচন কর্মকর্তা। হিজড়ারাও যে সমাজের মূল ধারায় উন্নয়নের ভূমিকা রাখতে পারে তার উদহারন ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন।


















