ঝিনাইদহে চাঞ্চল্যকর অমিতাভ হত্যা, প্রধান আসামী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৭৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে চাঞ্চল্যকর অমিতাভ হত্যা মামলার প্রধান আসামী রাজলু হোসেন রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানায়, ব্যবসায়ী অমিতাভ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মেহেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের কোর্টপাড়া ল’কলেজের সামনে একটি বাড়ী থেকে বিপুল পরিমান জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে।