ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বাড়াতে এই উপকরণ কৃষকদের দেয়া হয়।
দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে কয়েক’শ কৃষকের মাঝে এসব উপকরণ করা হয়। কৃষি বিভাগ জানায়, চলতি খরিপ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌরসভার ৪’শ কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি হাইব্রীড জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সার, ১০ কেজি পলিথিন ২ বোতল কীট ও বালাইনাশক প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।