ঝিনাইদহে কিশোরী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৬১৭ বার পড়া হয়েছে
আমি নারী, আমিই পারি’ এ শ্লোগানকে সামনে রেখে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে কিশোরী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সকালে সদর উপজেলার মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে এইড’র জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। ৮ ওভারের নির্ধারিত খেলায় লাল দলকে হারিয়ে শিরোপা অর্জন করে সবুজ দল। পরে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীসহ এইড’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেল ১৮ নভেম্বর এ টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়।