ঝিনাইদহে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে বাড়ির পাশের একটি আমগাছে বাপ্পির মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। বাপ্পি হোসেন কালীগঞ্জ উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে। কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা রশিদা খাতুন ও দাদা আব্দুল ওহাবকে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনার পর থেকে পিতা আব্বাস আলী পলাতক রয়েছে। ১০ বছর আগে একইভাবে নিহতের মায়ের মৃত্যু হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা জানতে ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলেছে পুলিশ।