ঝিনাইদহে একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে মায়ের সাথে দু’বোন মাহি ও সাফিয়া খাতুন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে মা মনিরা বেগম বাড়িতে ফিরে আসে। সন্তানদের না পেয়ে পাশের বাড়ির রাবেয়া খাতুনকে সাথে নিয়ে পুকুরে খুজঁতে যায়। খোজাখুজির এক পর্যায়ে শিশু দুটির মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ ময়না তদন্তের জন্যে মরদেহ দুটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবদের জন্য মা মনিরা বেগমকে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ মনিরা খাতুন তার সন্তানদের হত্যা করেছে। তবে এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু তা সঠিক ভাবে জানাতে পারেনি পুলিশ।