ঝিনাইদহে আবাবা অ্যাপসের মাধ্যমে প্রতারণা : ২ জন গ্রেফতার
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে আবাবা অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ অভিযোগে গেল রাতে চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, অ্যাপসের মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এমন খবরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সত্যতা পাওয়ায় সদরের ভেন্নাতলা থেকে তাবিবুর রহমান ও রামনগর থেকে সমাপ্তি খাতুন নামের দু’জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৬ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। চক্রটি ওই অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করিয়ে দ্বিগুণ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। চক্রের বাকি সদস্যরা কম্বোডিয়ায় বসে এটি নিয়ন্ত্রণ করে আসছে বলে জানায় পুলিশ।

 
																			 
																		























