ঝিনাইদহের সীমান্তে নারী-পুরুষ ও দালালসহ ১৩ বাংলাদেশী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৬৪১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তে নারী-পুরুষ ও দালালসহ ১৩ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।
ভোর রাতে ওই উপজেলার সোলেমানপুর গ্রামের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্তে পাচারের উদ্দেশ্যে কয়েকজন বাংলাদেশীকে জড়ো করা হয়েছে। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে দালালসহ ১৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা করেছে। আটককৃতরা ঢাকা, চাঁদপুর, হবিগঞ্জ, বাগেরহাট ও বগুড়া জেলার বাসিন্দা।
















