ঝিনাইদহের খোন্দকারপাড়া সড়কটির বেহাল দশা

- আপডেট সময় : ০৪:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬০০ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝিনাইদহের সদর উপজেলার চন্ডিপুর গ্রামের খোন্দকারপাড়ায় সড়কটির অবস্থা বেহাল। আধা কিলোমিটার কাঁচা রাস্তায় দুর্ভোগে চার গ্রামের মানুষ। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ভরে যায় এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে।
মাত্র আধা কিলোমিটার রাস্তা। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে চার গ্রামের হাজারো মানুষ। ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের খোন্দকারপাড়ায় ঢুকলেই চোখে পড়ে দুর্ভোগ আর অবহেলার করুণ চিত্র। সারা বছরই খানাখন্দে ভরে থাকে সড়কটি । বর্ষায় দুর্ভোগ যেন চরমে ওঠে। শিশু,নারী কিংবা বৃদ্ধ,সবার চলাচল হয়ে ওঠে কষ্টসাধ্য।
স্থানীয়দের অভিযোগ,সরকারের উন্নয়ন পরিকল্পনায় বহুবার দাবি জানানো হলেও এখনো পাকা হয়নি এই আধা কিলোমিটার সড়ক। দিনের পর দিন আরও চলাচলের অনুপযোগী হয়ে উঠছে এটি।
এদিকে উপজেলা প্রকৌশলী বলছেন,রাস্তার আইডির জন্য ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে
তা মন্ত্রনালয়ে পাঠানো হবে।