ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’– এই শ্লোগানে ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সকালে সদর থানা পুলিশের আয়োজনে কালীচরণপুর ইউনিয়ন পরিষদ ভবনে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যরা। এসময় পুলিশী সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দায়িত্ব সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। জেলার ৬টি থানা ও ৬৭টি ইউনিয়নে মোট ৮৫টি বিটে বিভক্ত করে এরই মধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।