ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন উপলক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা।
রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমহলে ছোট গবিন্দপুর মাঠে এ আয়োজন করে স্থানীয়রা। উৎসবকে ঘিরে গ্রামীণ ঐতিহ্যের এই মেলায় নানারকম দেশীয় খাদ্যসামগ্রী খেলনার পসরা সাজিয়ে বসে দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। আয়োজকরা জানায়, পয়লা ফাল্গুন উপলক্ষ্যে ৩০ বছরের ধারাবাহিকতায় তারা এই ঘোড়দৌড় ও মেলার আয়োজন করে আসছে। গত দুই বছর ধরে একই সাথে ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন এক সাথে হওয়ায় আমেজ আরও বেড়ে যায়।























