ঝালকাঠির কাঠালিয়ায় দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংর্ঘষে এক কলেজ ছাত্র নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচন পরবর্তী দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষে আরিফ হোসেন নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ঘটনায় তিনজন আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে স্থানীয় ছোনাউটা এলাকায় পিকনিকের আয়োজন করে নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য মজিবর রহমানের সমর্থকরা। এ সময় পরাজিত মেম্বার প্রার্থী ফারুক মিয়ার কর্মী আলী হোসেন রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় মজিবরের সমর্থকরা তাকে আটক করে বেঁধে রাখে। খবর পেয়ে ফারুকের লোকজন আলী হোসেনকে ছাড়াতে গেলে উভয়ের পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত আরিফ হোসেনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনটার দিকে কলেজ ছাত্র আরিফ মারা যান।























