ঝালকাঠির একটি স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচনে দু’পক্ষের মারামারিতে এক ব্যক্তির মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে এক ব্যক্তি মারা গেছেন।
গেল রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত মো: শাহ আলম হাওলাদার সোমবার স্কুলটির ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচনে জয়ের পর মঙ্গলবার রাতে বাড়ির কাছে শাহ আলম ও ছেলে রাকিব একই এলাকার নির্বাচনী প্রতিপক্ষের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে আহত অবস্থায় বাবা ও ছেলেকে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে রাকিব অভিযোগ করে বলেন, রাতে মামুন, নিলু ও হিরুর নির্দেশে একই এলাকার ফয়সাল, রাসেল ও রানাসহ আরও কয়েকজন রাকিবের ওপর হামালা করে। জিজ্ঞাসাবাদের জন্য নিরু নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।























