জয় দিয়ে অধিনায়কত্বের শেষটা রাঙালেন অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা

- আপডেট সময় : ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জয় দিয়ে অধিনায়কত্বের শেষটা রাঙালেন অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। একই সাথে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে সফরকারীদের ১২৩ রানে হারিয়েছে স্বাগতিকরা। বৃষ্টি আইনে বাংলাদেশের দেয়া ৩৪২ রানের লক্ষ্য তাড়া সব উইকেট হারিয়ে ২১৮ তোলে জিম্বাবুয়ে।
তার আগে, সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন তামিম ও লিটন। দেশের হয়ে গড়েন ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবালও। একই সাথে দেশের হয়ে তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংসকে টপকে গেলেন দিলেন লিটন দাস। একই সঙ্গে সাকিব-মাহমুদউল্লাহ’র ২২৪ রানের জুটির রেকর্ড ভেঙ্গেছেন তামিম-লিটন। শেষ পর্যন্ত ২৯২ রানের জুটি ভাঙ্গে লিটনের ১৭৬ রানের বিদায়ে। শেষের দিকে, মাহমুদউল্লাহ ও অভিষিক্ত আফিক হোসেন দ্রুত বিদায় নিলেও ১২৮ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। জবাব বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়েন ব্যাটসম্যানরা। চার উইকেট নিয়েছেন সাইফুদ্দিন।