জয়পুরহাট ও গোপালগঞ্জে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৭৪২ বার পড়া হয়েছে
জয়পুরহাট ও গোপালগঞ্জে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জয়পুরহাটের পাঁচবিবিতে এক ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে, উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার কর্মকর্তা পলাশ চন্দ্র দেব। তিনি জানান, সকালে জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া রেলগেট এলাকার রাস্তার পাশে কয়েকজন কৃষক তাদের জমিতে কাজ করতে গেলে ভুট্টা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি বাওড়ে গোসল করতে নেমে নিখোঁজের ৯ ঘন্টা পর মোস্তাকিম মোল্লা নামে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গেলরাতে ওই বাওড় থেকে স্থানীয় জেলের মরদেহটি উদ্ধার করে।























