জয়পুরহাটে রেললাইনের পাশের ডোবা থেকে বস্তাবন্দি এক কিশোরের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
অপহরণের পর ৪দিন পর জয়পুরহাটে রেললাইনের পাশের ডোবা থেকে বস্তাবন্দি এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ ও নিহতের পরিবার জানান, গেলো শুক্রবার বিকেলে কিশোর নাজমুলের মোবাইল ফোনে একটি কল আসলে বাড়ির বাহিরে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। এরপর ৬ লাখ টাকা মুত্তিপণ দাবী করে অপহরণকারীরা।এ ঘটনায় শনিবার বদলগাছী থানায় মামলা করেন নিহতের পরিবার। ৪ দিন পর সকালে স্থানীয়রা রেললাইনের পাশের একটি ডোবাতে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নাজমুলের মরদেহ উদ্ধার করে।