জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া অহেতুক বাড়ালে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্য ও পরিবহনের ক্ষেত্রে অহেতুক দাম বাড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গের সম পর্যায়ে নেয়া হয়েছে। এর সুযোগ নিয়ে কিছু কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার জন্য নিত্যপণ্যের দাম এবং পরিবহনের খরচ বাড়িয়ে দিয়েছে। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার এসব মনিটরিং করে ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী সংগঠনের সহযোগিতা চান তথ্যমন্ত্রী।