জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে বগুড়া ও ঝিনাইদহে দুই জনের মৃত্যু

- আপডেট সময় : ০২:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে বগুড়া ও ঝিনাইদহে দুই জনের মৃত্যু হয়েছে।
বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলার মোহাম্মাদ আলী হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার রাতে, কাশি ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। সিরাজুল ইসলাম নামে ওই ব্যক্তির বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়। বেলা ১১টায় তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা অবস্থায় রাতে মারা যান তিনি। করোনা শনাক্তে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, পৌর এলাকার করিরপুরের শহিদুল ইসলাম নামের ষাটোর্ধ এক ব্যক্তি গতকাল বৃহষ্পতিবার সকালে ভর্তি হয়। রাতে তিনি মারা যান। হাসপাতালে আসার আগে ৪/৫ দিন বাড়িতে অসুস্থ ছিল। কাশি শ্বাস কষ্ঠ ও পেটের পীড়া ছিল।