জ্বর, কাশি, গলাব্যাথা, শ্বাসকষ্ট চিকিৎসায় ওষুধ ব্যবহার হচ্ছে বাজার তা উধাও হয়ে গেছে

- আপডেট সময় : ০২:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
জ্বর, কাশি, গলাব্যাথা, শ্বাসকষ্ট চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার হচ্ছে, বগুড়ার বাজার থেকে তা উধাও হয়ে গেছে। শহর কিংবা গ্রাম কোথাও মিলছে না ওষুধ। দু’একটি দোকানে মিললেও বিক্রি হচ্ছে চড়া দামে। চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
যে ওষুধ মানুষের জীবন রক্ষা করবে, সে ওষুধুই এখন নেই। জ্বরের জন্য নাপা,প্যারাসিটামল, করোনা ভাইরাস আক্রান্তদের এন্টিবায়োটিক এজিথ্রোমাইসিন, শ্বাসকষ্টের জন্য এন্টিহিস্টামিন টোফেন, ইনহেলার, মন্টিউলিকাস্ট ও ভিটামিন সিসহ আরো দরকারী ওষুধ বাজার থেকে উধাও হয়েছে।করোনা ভাইরাসের রোগী পাওয়ার পর থেকেই বাজার শুণ্য। কোম্পানীতে ওর্ডার দেয়ার পরও মিলছেনা।
দোকানে দোকানে ঘুরেও ক্রেতারা পাচ্ছেনা প্রয়োজনীয় ওষুধ। কোথাও পাওয়া গেলেও নেয়া হচ্ছে চড়া দাম। কৃত্রিম সংকট রোধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। জীবন রক্ষাকারী ওষুধের জরুরী সরবরাহের দাবি জানান বগুড়াঞ্চলের মানুষ।