জোহান্সবার্গে প্রথম টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জোহান্সবার্গে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রানের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় চার রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। তবে স্টিভেন স্মিথ ৪৫, অ্যারন ফিঞ্চ ৪২ ও ক্যারি ২৭ রানের ইনিংস খেললে ছয় উইকেটে ১৯৬ রানে স্কোর গড়ে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুই উইকেট করে নেন ডেইল স্টেইন ও শামসি। ১৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১৪ দশমিক তিন ওভারে ৮৯ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। আর এই হারে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়লো প্রোটিয়ারা।