জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছে।
মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজের বিরুদ্ধে জোবায়দার আপিলের শুনানি শেষ হয় ৭ এপ্রিল। সম্পদের তথ্য গোপন ও জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ এর ২৬ সেপ্টেম্বর জোবায়দা রহমানসহ তিন জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। অভিযোগপত্র দাখিলের পর মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান হাইকোর্টে আবেদন করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ এর ১২ এপ্রিল হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়। একইসঙ্গে ওই মামলায় ৮ সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়। এরপর এ রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি।










