জে টিমমনস ডোনাল্ড ট্রাম্পকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন

- আপডেট সময় : ০৮:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
এক্সন মবিল কর্প, ফাইজার ইনক এবং টয়োটা মোটর কর্পসসহ ১৪ হাজার মার্কিন কোম্পানির প্রতিনিধিত্বকারী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্স এর প্রেসিডেন্ট এবং নির্বাহী কর্মকর্তা জে টিমমনস ডোনাল্ড ট্রাম্পকে বহিষ্কারে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকের হামলার পরই এ দাবি জানানো হয়।
সংগঠনের প্রেসিডেন্ট এবং নির্বাহী কর্মকর্তা জে টিমমনস বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকার জন্য সংঘাতকে প্ররোচিত করেছেন। নির্বাচিত নেতা হিসেবে তিনি সাংবিধানিক শপথ লঙ্ঘন করেছেন এবং গণতন্ত্র প্রত্যাখ্যান করে নৈরাজ্যকে সমর্থন জানিয়েছেন। জ়ে টিমমনস আরও বলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এর উচিত গণতন্ত্র রক্ষায় সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকরের মাধ্যমে ট্রাম্পকে বহিষ্কারের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে ক্যাবিনেটের সঙ্গে আলোচনা করা। ২০ জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে ট্রাম্প অধ্যায়ের। অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলোও ক্যাপিটল ভবনে হামলার প্রতিক্রিয়া জানিয়েছে।