জেল থেকে ছাড়া পেলেন কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ও তার ভাই রবার্তো

- আপডেট সময় : ০৫:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
অবশেষে প্যারাগুয়ের জেল থেকে ছাড়া পেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ও তার ভাই রবার্তো অ্যাসিস। ৩২ দিন জেলে কাটানোর পর সাবেক বার্সা তারকার শর্তসাপেক্ষে কারামুক্তির আবেদন মঞ্জুর করেন বিচারপতি গুস্তাভো অ্যামারিয়া।
এজন্য তাদের গুনতে হয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। তবে বিশাল অংকের জরিমানা দিলেও এখনই মুক্তি মিলছে না তাদের। বিচারকার্য শেষ হওয়ার আগ পর্যন্ত দুজনকেই আপাতত একটি হোটেলে গৃহবন্দি থাকতে হবে। তার আগে, গেলো মাসের ৬ তারিখ ভাই রবার্তোকে সঙ্গে নিয়ে প্যারাগুয়ে যাওয়ার সময়ে জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র নিয়ে বিমানবন্দরে ধরা পড়েন রোনালদিনহো। যদিও রোনলদিনহো জানিয়েছিলেন এই জাল পাসপোর্টের ব্যাপারে কিছুই জানতেন না। এসব কিছুর ব্যবস্থা তাকে আমন্ত্রণ জানানো প্রতিষ্ঠান করেছে বলেও জানান তিনি। কিন্তু সে কথা আমলে না নিয়ে রোনালদিনহো ও তার ভাইকে ছয় মাসের জেল দেয় দেশটির আদালত।