জেলা শহরগুলোতে লকডাউন মেনে চলছেন সবাই
- আপডেট সময় : ১২:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ঢাকার বাইরে জেলাশহরগুলোতে লকডাউন মেনে চলছেন সবাই। বিভিন্ন জায়গায় প্রশাসনের কর্তাব্যক্তিরা থাকায় বিধিনিষেধের প্রথম দফা মেনে চলতে দেখা গেছে।
লকডাউন বাস্তবায়নে গাজীপুরের মহাসড়কের বিভিন্ন পয়েন্টের চেকপোস্টে তল্লাসী জোরদার করেছে পুলিশ।
সর্বাত্মক লকডাউনের ২য় দিনে ময়মনসিংহে শপিংমল, বিপনি বিতান ও দোকানপাট বন্ধ। জরুরি প্রয়োজন ছাড়া সড়কে মানুষের দেখা মিলেছে কম।
তবে, কঠোরভাবে লকডাউন মেনে চলছেন হবিগঞ্জবাসী। লকডাউন পালনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। জেলা শহর থেকে দূরপাল্লার কোন বাস চলাচল করতে দেখা যায়নি। চলছে জরুরী সেবার পরিবহন।
জামালপুরে লকডাউনে যানচলাচল সহ দোকানপাট বন্ধ রয়েছে। জেলার ৭টি উপজেলায় ২৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে চলেনি দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ কোন যান।
গাইবান্ধায় লকডাউন মানা হচ্ছে কিনা তদারকি করেছেন জেলা পুলিশ সুপার। শহরের বিভিন্ন রাস্তা ও বাজার পরিদর্শন করেন। এ সময় সড়কে থাকা মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ হয়।
দ্বিতীয় দিনে ঢিলেঢালাভাবে সাতক্ষীরায় পালিত হচ্ছে লকডাউন।
পাবনাতেও চলছে লকডাউন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ছিল পুলিশের চেকপোস্ট। অতি প্রয়োজন ছাড়া কেউ বের হলে গুণতে হচ্ছে জরিমানা।
























